ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

বগুড়ায় চলন্ত ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ

বগুড়ার নন্দীগ্রামে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইউসুবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নন্দীগ্রাম থেকে একটি খালি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছুলে ৬/৭ জন যুবক মোটর সাইকেল থেকে চলন্ত ট্রাকে ইট পাটকেল ছুঁড়ে ট্রাকের গতিরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় ট্রাকের চালক-হেলপার আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।


এছাড়াও রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভানো হয়েছে। তিনি আরও বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads

Our Facebook Page